আদব ও শিষ্টাচার

এ কথা বলার হুকুম কি: الحمد لله حتى يبلغ الحمد منتهاه (অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যতক্ষণ না প্রশংসা এর শেষসীমায় পৌঁছে)?

প্রশ্নঃ এ কথা বলার হুকুম কি: الحمد لله حتى يبلغ الحمد منتهاه (অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যতক্ষণ না প্রশংসা এর শেষসীমায় পৌঁছে)?

উত্তরঃ

আলহামদুলিল্লাহ।

আমরা এ প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাক (হাফিযাহুল্লাহ্‌) এর কাছে উপস্থাপন করেছি; তিনি বলেন: এ কথার কোন ভিত্তি নেই। আর অর্থের দিক থেকেও এ কথা বাতিল। কেননা আল্লাহ্‌র প্রশংসার কোন শেষ নেই।[সমাপ্ত]

আল্লাহ্‌ই ভাল জানেন।

মুল — https://islamqa.info/bn/answers/263376/

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Arif Ahmed Amit

Assalaamu Alaykum, I'm a Muslim, Islam is perfect but I am not. If I make a mistake, blame it on me, not on my religion ...(সতর্কীকরণ!!! এখানে কোন ধরনের তর্ক কাম্য নয়। নিজে দেখেন ও জানেন এবং শেয়ার করে অন্যকে দেখার ও জানার সুযোগ দিন।)Jazak Allah Khair ...
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button