যাকাত
প্রশ্ন: যে সকল ভাইয়েরা সঊদী আরবে কাজ করতে যাই, তারা কি সেখানকার দান করা টাকা গ্রহণ করতে পারবে, অথচ তাদের স্বদেশে আর্থিক অবস্থা ভাল?
উত্তর : দান-ছাদাক্বাহ মূলত ফকীর-মিসকীনদের হক। সুতরাং যাদের আর্থিক অবস্থা ভাল না, তারা (মিসকীন হিসাবে) ছাদাক্বাহ গ্রহণ করতে পারবে (সূরা আত-তওবাহ : ৬০)। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভাল, তারা ঐ দান গ্রহণ করতে পারবে না (ছহীহ বুখারী, হা/১৩৯৫; ছহীহ মুসলিম, হা/১৯; মিশকাত, হা/১৭৭২)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।