Deprecated: Function jetpack_form_register_pattern is deprecated since version jetpack-13.4! Use Automattic\Jetpack\Forms\ContactForm\Util::register_pattern instead. in /home/islamicask.com/public_html/wp-includes/functions.php on line 6078
প্রশ্ন: যে সকল ভাইয়েরা সঊদী আরবে কাজ করতে যাই, তারা কি সেখানকার দান করা টাকা গ্রহণ করতে পারবে, অথচ তাদের স্বদেশে আর্থিক অবস্থা ভাল? – আপনার জিজ্ঞাসা
যাকাত

প্রশ্ন: যে সকল ভাইয়েরা সঊদী আরবে কাজ করতে যাই, তারা কি সেখানকার দান করা টাকা গ্রহণ করতে পারবে, অথচ তাদের স্বদেশে আর্থিক অবস্থা ভাল?

উত্তর : দান-ছাদাক্বাহ মূলত ফকীর-মিসকীনদের হক। সুতরাং যাদের আর্থিক অবস্থা ভাল না, তারা (মিসকীন হিসাবে) ছাদাক্বাহ গ্রহণ করতে পারবে (সূরা আত-তওবাহ : ৬০)। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভাল, তারা ঐ দান গ্রহণ করতে পারবে না (ছহীহ বুখারী, হা/১৩৯৫; ছহীহ মুসলিম, হা/১৯; মিশকাত, হা/১৭৭২)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button