তাওহীদপ্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা

৭৫: জাদুকরের কাছে কি কোনো উপকার বা কল্যাণ আছে?

 

জাদুকরের কাছে না আছে কোনো কল্যাণ, আর না আছে কোনো উপকার। এরশাদ হচ্ছে,

﴿وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ ٦٩ ﴾ [طه: ٦٩]   

“জাদুকর যেখানেই থাকুক, সফল হবে না” (ত্ব-হা ৬৯)

 

সূত্র: প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা।
লেখক: আব্দুল আলীম ইবনে কাওসার।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button