তাওবাহ

প্রশ্ন: কোন ব্যক্তি তওবা করার পর পুনরায় সেই পাপে লিপ্ত হলে তাকে কি কাফফারা দিতে হবে?

উত্তর : কাফফারা দিতে হবে না, বরং সে আবারও তওবা করবে। তবে খালেছ অন্তরে তওবা করতে হবে। তাহলে আল্লাহ তার পাপ মোচন করতে পারেন। কারণ তওবার দরজা সর্বদা উন্মুক্ত এবং আল্লাহর ক্ষমা বান্দার পাপ থেকে অনেক অগ্রগামী। সুতরাং নিরাশ হওয়া যাবে না।

আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার প্রতিপালক থেকে বর্ণনা করেন, কোন বান্দা একটি পাপ করে বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমার পাপ ক্ষমা কর’। তখন আল্লাহ বলেন, ‘আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রভু আছেন, যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন’। অতঃপর সে আবার পাপ করল এবং বলল, ‘হে আমার প্রভু! তুমি আমার পাপ ক্ষমা কর’। তখন আল্লাহ তা‘আলা বলেন, ‘আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রভু আছেন, যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুতরাং সে যা ইচ্ছা করুক’ (ছহীহ বুখারী, হা/৭৫০৭, ছহীহ মুসলিম, হা/৭১৬২)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button