শিরক ও বিদ’আত

প্রশ্নঃ কিছু কিছু পরিবার শাবান মাসের শেষ রাতে একত্রিত হয়। তারা খাবার দাবার প্রস্তুত করে। কিছু বয়স্ক ব্যক্তি এ উপলক্ষকে কেন্দ্র করে কিছু লোকগীতি পেশ করেন। এ ধরণের সম্মেলন ও ভোজের হুকুম কী?

উত্তর: আমরা এ প্রশ্নটি শাইখ মুহাম্মদ বিন সালেহ আল-উছাইমীনের কাছে পেশ করেছি। জবাবে তিনি বলেন: আমি মনে করি, এ কর্মটি বিদাতের অধিক নিকটবর্তী এবং বৈধ হওয়ার পরিবর্তে হারাম হওয়ার অধিক কাছাকাছি। কেননা এটাকে ঈদ (দিবস পালন) হিসেবে গ্রহণ করা হচ্ছে। যদি হঠাৎ করে কোন একবার পালন করা হয় তাহলে এতে কোন অসুবিধা নেই।

সারকথা কী?

জবাব: আমরা এ ধরণের কর্ম থেকে নিষেধ করব।[সমাপ্ত]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র: islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button