সালাত আদায়ের পদ্ধতি

প্রশ্ন: রাফ‘ঊল ইয়াদায়েন করার সঠিক নিয়ম কী?

উত্তর : রাফ‘ঊল ইয়াদায়েন করা সুন্নাত। তিন বা চার রাক‘আত বিশিষ্ট ছালাতে মোট চারস্থানে ‘রাফ‘ঊল ইয়াদায়েন’ করতে হয়। তাকবীরে তাহরীমার সময়, রুকূতে যাওয়ার সময়, রূকূ হতে উঠে সোজা হয়ে দাঁড়ানোর সময় এবং ৩য় রাক‘আতে দাঁড়িয়ে বুকে হাত বাঁধার সময় (ছহীহ বুখারী, হা/৭৩৫-৭৩৬, ৭৩৯; আবূ দাঊদ, হা/৭৪১; মিশকাত, হা/৭৯৩-৭৯৪)। রুকূ থেকে উঠার সময় রাফ‘উল ইয়াদায়েন করে উভয় হাত স্বাভাবিকভাবে ছেড়ে দিবে (ছহীহ বুখারী, হা/৮২৮, ১/১১৪ পৃ.; মিশকাত, হা/৭৯২; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ১৩৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button