সালাত / নামায
প্রশ্ন: বিতর ছালাত ছুটে গেলে পরেরদিন আদায় করা যাবে কি? কখন কোন্ সময় আদায় করতে হবে? কয় রাকাত আদায় করতে হবে?
উত্তর : বিতর ক্বাযা হয়ে গেলে সকালে অথবা যখন স্মরণ বা সুযোগ হবে, তখনই পড়ে নেয়া যাবে (আবূ দাঊদ, হা/১৪৩১; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৪৪২; মিশকাত, হা/১২৭৯ ‘বিতর’ অনুচ্ছেদ)। প্রতিদিন যত রাক‘আত বিতর পড়েন তত রাক‘আতই পড়তে হবে।
সূত্র: মাসিক আল-ইখলাছ।