সালাত / নামায
প্রশ্ন: সুন্নাত ছালাত কি মহিলাদের পিছনে দাঁড়িয়ে আদায় করা যাবে?
উত্তর : যেকোন ছালাতের ক্ষেত্রে মেয়েদেরকে পুরুষদের পিছন সাইডে রাখতে হবে। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেনصَلَّيْتُ أَنَا وَيَتِيْمٌ فِىْ بَيْتِنَا خَلْفَ النَّبِىِّ ﷺ وَأُمِّىْ أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا ‘আমি ও একজন ইয়াতীম ছেলে আমাদের বাড়ীতে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করেছিলাম। আর আমার মা আমাদের পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করেছিলেন’ (ছহীহ বুখারী, হা/৭২৭; মিশকাত, হা/১১০৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৪০, ৩/৬৩-৬৪ পৃ. ‘কাতারে দাঁড়ানো’ অনুচ্ছেদ)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।