সালাত / নামায

প্রশ্ন: ওয়াক্তিয়া মসজিদের চেয়ে জুম‘আ মসজিদে ছালাত আদায় করলে বেশী নেকী হয়। উক্ত দাবী কি সঠিক?

উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কারণ অন্য মসজিদের চেয়ে জুম‘আ মসজিদে ছালাত আদায় করলে পাঁচশত ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যায় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ। উক্ত বর্ণনার সনদে আবুল খাত্ত্বাব দিমাষ্কী ও যুরাইক্ব নামে দুই জন অপরিচিত রাবী আছে। যাদের দ্বারা দলীল গ্রহণ করা জায়েয নয় (ইবনু মাজাহ, হা/১৪১৩; মিশকাত, হা/৭৫২; আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃ. ৫৮০)। সুতরাং মসজিদ ছোট হোক আর বড় হোক একটির উপর অপরটির কোন প্রাধান্য নেই মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আক্বছা ব্যতীত (ছহীহ বুখারী, হা/১১৮৯; মিশকাত, হা/৬৯৩)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button