সালাত / নামায
প্রশ্ন: ফজরের সুন্নত ফরযের আগে পড়তে না পারলে ছালাতের পর পড়ে নিতে পারবে কি?
উত্তর : পারবে। ক্বায়েস ইবনু ‘আমর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা ফজরের ছালাতের পর এক ব্যক্তিকে দুই রাক‘আত ছালাত আদায় করতে দেখলেন। তখন তিনি বললেন, ফজরের ছালাত দুই রাক‘আত। তখন ঐ ব্যক্তি বলল, আমি ফজরের পূর্বের দুই রাক‘আত আদায় করিনি। তাই এখন সেই দুই রাক‘আত আদায় করলাম। অতঃপর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চুপ থাকলেন (আবুদাঊদ হা/১২৬৭, ১/১৮০ পৃঃ; মিশকাত হা/১০৪৪, পৃঃ ৯৫; তিরমিযী হা/৪২২, সনদ ছহীহ)।
উক্ত হাদীছ প্রমাণ করে ফজরের ছালাতের পরই ছুটে যাওয়া সুন্নাত পড়া যাবে। তবে সূর্য উঠার পরেও পড়া যায় (তিরমিযী হা/৪২৩, সনদ ছহীহ)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।