সালাত / নামায

প্রশ্ন: ফজরের আযানের পর মসজিদে গিয়ে সময় থাকলে মসজিদে প্রবেশের ২ রাক‘আত পড়া যাবে কি, না সরাসরি ২ রাক‘আত সুন্নাত পড়তে হবে?

উত্তর : ফজরের দু’ রাক‘আত সুন্নাত আদায় করবে (আবুদাঊদ হা/১২৭৮, সনদ ছহীহ)। আর তা মসজিদে প্রবেশের দু’ রাক‘আত সুন্নাতের জন্য যথেষ্ট হবে (শায়খ ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ২য় খণ্ড, পৃ. ৮৭৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button