সালাত / নামায
প্রশ্ন: রুকূ‘র সময় দৃষ্টি কোথায় থাকবে?
উত্তর : হাদীছ দ্বারা প্রমাণিত হয়, ছালাতের অন্যান্য অবস্থার মত রুকূ‘তেও মুছল্লীর দৃষ্টি সিজদার স্থানে থাকবে বা সিজদার কাছাকাছি থাকবে (মুস্তাদরাক হাকেম হা/৩৪৮৩ ও ১৭৬১; বায়হাক্বী, আস-সুনানুল কুবরা হা/১০০০৮ ও ৩৬৮৩; ছিফাতু ছালাতিন নবী, পৃঃ ৮৯; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল হা/৩৫৪-এর আলোচনা দ্রঃ ফাতাওয়া লাজনাহ আদ-দাঈমা, ৭ম খণ্ড, পৃ. ২৫)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।