সালাত / নামায

প্রশ্ন: ছালাতে তাশাহুদের সময় নযর কোন দিকে রাখতে হবে?

উত্তর : তাশাহুদের সময় দৃষ্টি ডান হাতের শাহাদাত আঙ্গুলের দিকে থাকবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন তাশাহুদ আদায় করতে বসতেন তখন তাঁর ডান হাত ডান উরুর উপর রাখতেন এবং তর্জনি তথা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। আর তখন তাঁর দৃষ্টি তাঁর শাহাদাত আঙ্গুলের দিকে থাকত (নাসাঈ, হা/১২৭৫; আবু দাউদ, হা/৯৯০; সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button