সালাত / নামায
প্রশ্ন: মসজিদে একই কাতারের বাম পাশ অপেক্ষা ডান পাশে বসা বা ছালাত আদায় করার মধ্যে বিশেষ কোন ফযীলত আছে কি?
উত্তর : কাতারের ডান বা বাম পাশে বসা বা ছালাত আদায় করার মধ্যে বিশেষ কোন ফযীলত নেই। প্রথম কাতারে দাঁড়ানোর ফযীলত রয়েছে (ছহীহ বুখারী, হা/৭২১; ছহীহ মুসলিম, হা/৪৩০; আবূ দাঊদ, হা/৬৬৪)। কাতারের ডান দিকে দাঁড়ানোর ফযীলত সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (আবূ দাঊদ, হা/৬৭৬)। বরং ডান কিংবা বাম দিক থেকে কাতার পূরণ না করে ইমামের পিছন থেকেই কাতার করতে হবে। আনাস ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইমের বাড়ীতে ছালাত আদায় করলেন। আমি এবং একজন ইয়াতীম তাঁর পিছনে দাঁড়ালাম। আর উম্মু সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন (ছহীহ বুখারী, হা/৮৭৪)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।