সালাত / নামায

প্রশ্ন: নাপাক বা ওযূবিহীন অবস্থায় ইমামতি করলে ইমাম-মুক্তাদি উভয়কেই পুনরায় ছালাত আদায় করতে হবে? নাকি শুধু ইমাম আদায় করবে?

উত্তর : এ ক্ষেত্রে শুধু ইমাম পুনরায় ছালাত আদায় করবেন। মুক্তাদিদের পুনরায় ছালাত আদায় করা আবশ্যক নয়। একদা ওমর (রাযিয়াল্লাহু আনহু) ভুল করে নাপাকি অবস্থায় ফজরের ছালাতের ইমামতি করেন। অতঃপর তিনি পুনরায় ফজরের ছালাত পড়েন কিন্তু তার পিছনে যারা ছালাত আদায় করেছেন তাদেরকে পুনরায় পড়তে নির্দেশ দেননি (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৬৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button