সালাত / নামায

প্রশ্ন: এক রাকা‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন দুই রাকা‘আত পড়া যাবে কি?

উত্তর : যাবে। কারণ তাহাজ্জুদ ছালাতের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই রাকা‘আত। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে উভয়ে দু’ রাকা‘আত (নফল) ছালাত পড়ে, তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত যিক্‌রকারী পুরুষ ও স্ত্রীলোকদের তালিকাভুক্ত করা হয় (আবূ দাঊদ, হা/১৩০৯, ১৪৫১, সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button