সালাত / নামায

প্রশ্ন: ওযূ করে ছালাত চলাকালীন সময় বা ছালাত আদায়ের পর যদি জানতে পারি যে আমার দাঁতে সামান্য কিছু খাবার অবশিষ্ট আছে। তাহলে ওযূ করে পুনরায় ছালাত আদায় করতে হবে কী?

উত্তর : এমতাবস্থায় ছালাতের ক্ষতি হবে না। তবে দাঁত থেকে পৃথক হয়ে গেলে তা গলাধঃকরণ করা যাবে না (ইবনু উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতুহ, ১৬তম খণ্ড, পৃ. ২৩১)। বরং সে ইচ্ছা করলে তা মুখের ভিতর রেখে দিতে পারবে অথবা বের করে ফেলে দিবে কিংবা রুমাল বা টিস্যুতে নিয়ে পকেটে রেখে দেবে।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button