সালাত / নামায

প্রশ্ন: শিশুর পেশাব কাপড়ে লেগে যদি শুকিয়ে যায়, তাহলে ঐ কাপড়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : ছেলে শিশু, যে দুধ ব্যতীত অন্য কিছু খায় না, সে ব্যতীত অন্য যারই পেশাব কাপড়ে লাগবে সেই কাপড় ধৌত করতে হবে। শুকিয়ে গেলেও পবিত্র হবে না। উক্ত কাপড়ে ছালাতও হবে না (আবূ দাঊদ, হা/৩৭৫, সনদ হাসান ছহীহ; মিশকাত, হা/৫০১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button