সালাত / নামায

প্রশ্ন: এক রাক‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন কত রাক‘আত পড়া যায়?

উত্তর : তাহাজ্জুদের ছালাত আট রাক‘আত আদায় করে তিন রাক‘আত বিতর আদায় করা সর্বোত্তম’ (ছহীহ বুখারী, হা/২০১৩; ছহীহ মুসলিম, হা/৭৩৮)। তবে সর্বনিম্ন দু’রাক‘আত ছালাত আদায় করে এক রাক‘আত বিতর পড়লেও তাহাজ্জুদ আদায় হবে (আবূ দাউদ, হা/১৪৫১; তিরমিযী, হা/১৩৩৫, সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button