সালাত / নামায

প্রশ্ন: এশার ছালাত কখন আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে, না-কি দেরিতে?

উত্তর : এশার ছালাত দেরিতে আদায় করা উত্তম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তাহলে তাদেরকে এশার ছালাত রাতের এক তৃতীয়াংশ অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে আদায়ের নির্দেশ দিতাম’ (আবূ দাঊদ, হা/১৩৬৪; তিরমিযী, হা/১৬৭, সনদ ছহীহ)। তবে আউয়াল ওয়াক্তের জামা‘আত বাদ দিয়ে শেষ ওয়াক্তে একাকী এশার ছালাত আদায় করা যাবে না। কারণ এশার ছালাত দেরিতে আদায় করা মুস্তাহাব। পক্ষান্তরে জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। এছাড়া এশার ছালাত জামা‘আতে আদায় করার অনেক ফযীলতও বর্ণিত হয়েছে (ছহীহ মুসলিম, হা/৬৫৬; মিশকাত, হা/৬৩০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button