সালাত / নামায

প্রশ্ন: ছালাত শেষে ইমাম যখন সালাম ফিরাবে, তখন মুছল্লীদেরকে কি উক্ত সালামের জবাব প্রদান করতে হবে?

উত্তর : না, মুছল্লীদেরকে উক্ত সালামের জবাব দিতে হবে না। বরং ইমাম যা বলবেন মুক্তাদীগণও তাই বলবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১১; মিশকাত, হা/১১৩৯)। উল্লেখ্য যে, ইমামের সালামের জবাব প্রদান সম্পর্কে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/১০০১; যঈফ ইবনু মাজাহ, হা/৯২২; তাহক্বীক্ব মিশকাত, হা/৯৫৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button