সালাত / নামায

প্রশ্ন: মসজিদের দেওয়ালে মক্কা-মদীনার ছবিওয়ালা টাইলস লাগানো যাবে কি?

উত্তর : মসজিদের দেওয়ালে কা‘বা কিংবা মসজিদে নববীর নকশা আঁকা বা ছবি স্থাপন করা কুরআন-সুন্নাহ্র পরিপন্থী কাজ। মুছল্লী সিজদা করে আল্লাহকে, কা‘বা ঘরের পাথরকে নয়। কা‘বা শুধু মুসলিমদের ক্বিবলা। অনেক মসজিদে বিভিন্ন প্রাণীরও নকশা দেখা যায়। এগুলো ছালাতের একাগ্রতা বিনষ্ট করে (ছহীহ বুখারী হা/৩৭৩, ৩৭৪, ১/৫৪ পৃ., (ইফাবা হা/৩৬৬, ৩৬৭, ২/২১৩ পৃ); ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭, ৭৫৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/৭০১, ৭০২, ২/২৩৮ পৃ.)। আর ছালাতে ধীরস্থিরতা অবলম্বন করা ছালাত বিশুদ্ধ হওয়ার অন্যতম প্রধান শর্ত।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button