সালাত / নামায

প্রশ্ন: কেউ যদি কোন ছালাতের জামা‘আতে এক রাক‘আত পেয়ে যায়, তাহলে সে উক্ত ছালাত পেয়ে গেল; এমনকি সে পুরো ছালাতই পেয়ে গেল (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২)। প্রশ্ন হল- ২, ৩ অথবা ৪ রাক‘আত বিশিষ্ট ছালাতের বাকী রাক‘আতগুলো কি পড়তে হবে?

উত্তর : মূলত ‘যে ব্যক্তি কোন ছালাতের এক রাক‘আত পেল, সে উক্ত ছালাত পেয়ে গেল’ হাদীছ দ্বারা সেই ব্যক্তির পুরো জামা‘আতের ফযীলত পাওয়াকে উদ্দেশ্য করা হয়েছে (ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ২য় খণ্ড, পৃ. ৫৭; শায়খ বিন বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৩০ তম খণ্ড, পৃ. ১৪৮; ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ৭ম খণ্ড, পৃ. ৩২৩)। তাই মুছল্লীকে অবশ্যই ২, ৩, অথবা ৪ রাক‘আত বিশিষ্ট ছালাতের বাকী রাক‘আতগুলো পড়তে হবে। কেননা হাদীছে এসেছে, আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যখন ছালাত শুরু হয়, তখন দৌড়িয়ে গিয়ে ছালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে ছালাতে যোগদান করবে। ছালাতে ধীরস্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামা‘আতের সাথে ছালাত যতটুকু পাও আদায় কর, আর যা ছুটে গেছে, পরে তা পূর্ণ করে নাও’ (ছহীহ বুখারী, হা/৬৩৫, ৬৩৬ ও ৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২; মিশকাত, হা/৬৮৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button