সালাত / নামায
প্রশ্ন: জামা‘আতে ছালাত আদায়ের সময় ইমাম ও মুক্তাদী কখন কাতারে দাঁড়াবে এবং ইক্বামত কখন দিতে হবে?
উত্তর : ছালাতের নির্ধারিত সময় হলে ইমাম ছাহেব ছালাতের জন্য দাঁড়াবেন, তবে মুছল্লীদের দাঁড়ানোর ব্যাপারে প্রশস্ততা রয়েছে। শরী‘আতে মুছল্লীদের দাঁড়ানোর নির্ধারিত সময় উল্লেখ করা হয়নি, তারা চাইলে ইক্বামতের শুরুতে দাঁড়াতে পারেন, মাঝখানে অথবা শেষেও দাঁড়াতে পারেন। তবে মুয়াযযিন যদি ইমাম ছাহেবের আগমনের পূর্বেই ইক্বামত শুরু করেন, সেক্ষেত্রে মুছল্লীরা ইমাম ছাহেবকে দেখার পর দাঁড়াবেন (উছাইমীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৩ তম খণ্ড, পৃ. ১৬)। আবূ ক্বাতাদা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ছালাতের ইক্বামত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না’ (ছহীহ বুখারী, হা/৬৩৭, ৬৩৮; ছহীহ মুসলিম, হা/৬০৪; আবূ দাঊদ, হা/৫৩৯; মিশকাত, হা/৬৮৫)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।