সালাত / নামায

প্রশ্ন: আমি ফজরের দু’রাক‘আত সুন্নাত বাড়ী থেকে আদায় করে এমন সময় মসজিদে এসেছি, যখন জামা‘আত শুরু হতে অনেক সময় রয়েছে। এমতাবস্থায় আমি কি আবার ছালাত আদায় করব, না-কি বসে পড়ব?

 

উত্তর : ফরয ছালাত ব্যতীত অন্যান্য নফল ছালাত মসজিদের চেয়ে বাড়ীতে আদায় করা উত্তম (আবূ দাঊদ, হা/১০৪৪; মিশকাত, হা/১৩০০, সনদ ছহীহ)। উক্ত অবস্থায় দু’রাকআত তাহইয়াতুল মসজিদ পড়ে বসতে হবে (ছহীহ বুখারী, হা/৪৪৪, ১/৬৩ পৃ., (ইফাবা হা/৪৩১, ১/২৪৪ পৃ.); মিশকাত হা/৭০৪, পৃ. ৬৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৬৫২, ২/২১৭ পৃ., ‘মসজিদ সমূহ’ অনুচ্ছেদ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button