সালাত / নামায

প্রশ্ন: বর্তমানে অনেক মহিলা শাড়ি পরে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শাড়ি পরে মহিলারা ছালাত আদায় করতে পারবে কি?

উত্তর : শাড়ী পরে ছালাত আদায় করা অসম্ভব। কেননা মহিলাদের জন্য ছালাতের মধ্যে পুরো শরীর তথা মাথা, মাথার চুল, ঝুলে পড়া চুল, দুই কান, গলা, চিবুকের নিম্নাংশ, পায়ের পাতা সহ পুরা শরীর আবৃত করা ফরয। শুধু মুখম-ল ও কব্জি পর্যন্ত দুই হাত খোলা থাকবে। কিন্তু শাড়ী পরলে এটা সম্ভব হয় না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ ‘ওড়না ছাড়া প্রাপ্তবয়স্কা কোন মেয়ের ছালাত কবুল হবে না’ (আবূ দাঊদ, হা/৬৪১)। আর ওড়না হল, যা চুল ও চামড়াকে ঢেকে রাখে (মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/৫০৪৯)। মহিলারা লুঙ্গী বা কামিস, জামা বা ম্যাক্সি এবং খিমার বা ওড়না পরিধান পরেই ছালাত আদায় করবে (মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/৫০৩১; সনদ হাসান, আল-মুনফারিদাতু ওয়াল ওয়াহদান, পৃ. ২২৪)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button