সালাত / নামায

প্রশ্ন: ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে?

উত্তর : তাশাহ্হুদ পড়ার পর থেকে শুরু করে শেষ পর্যন্ত কিংবা শেষ বৈঠকে সালাম ফিরানো পর্যন্ত ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা সর্বদা ইশারা করবে। এ সময় দৃষ্টি থাকবে আঙ্গুলের মাথায়। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শেষ বৈঠকের অবস্থা বর্ণনায় বলেন,

فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِى تَلِى الْإِبْهَامَ فِى الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا.

‘তিনি তাঁর ডান হাত ডান উরুর উপর রাখতেন এবং ক্বিবলার দিকে মুখ করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। আর সেদিকেই দৃষ্টি রাখতেন’ (নাসাঈ, হা/১২৭৫, ১/১৪২ পৃ., হা/১১৬০, ১/১৩০ পৃ., সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button