প্রশ্ন: মসজিদের মধ্যে দু’স্তম্ভের মধ্যবর্তী স্থানে ছালাত আদায় করা যাবে কি?
উত্তর : সমাজে বহু মসজিদ আছে এবং বর্তমানেও অনেক মসজিদ তৈরি হচ্ছে, যেগুলোতে কাতারের মাঝে পিলার দেয়া হচ্ছে। কোন কোন মসজিদে কাতারের মাঝে ওয়াল রয়েছে এবং অপর পার্শ্ব থেকে কাতার করা হয়। অথচ জামা‘আতে ছালাত আদায় করার সময় পিলার বা ওয়ালের মাঝে কাতার করা নিষিদ্ধ। হাদীছে এসেছে, মু‘আবিয়াহ ইবনু কুর্রা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন,كُنَّا نُنْهَى أَنْ نَصُفَّ بَيْنَ السَّوَارِىْ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে আমাদেরকে নিষেধ করা হত আমরা যেন খুঁটির মাঝে ছালাতের কাতার না করি’ (ইবনু মাজাহ হা/১০০২, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ, হা/৩৩৫)। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই হাদীছ দুই খুঁটির মাঝখানে কাতারবন্দী না হওয়ার সুস্পষ্ট দলীল। তাই ওয়াজিব হল খুঁটি থেকে সামনে কিংবা পিছনে দাঁড়ানো’ (সিলসিলা ছহীহাহ, হা/৩৩৫, ১/৩৩৪ পৃ.)। উল্লেখ্য যে, দুই পিলারের মাঝে দাঁড়িয়ে একাকী ছালাত আদায় করা যাবে (ছহীহ বুখারী হা/৫০৪ ও ৫০৫, ১/৭২ পৃ., (ইফাবা হা/৪৮০ ও ৪৮১, ১/২৬৯ পৃ.), ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৯৬)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।