সালাত / নামায

প্রশ্ন: এক তাশাহ্হুদ বিশিষ্ট ছালাত তথা এক বা দুই রাক‘আত বিশিষ্ট ছালাতের সময় কিভাবে বসতে হবে?

উত্তর : যেসকল ছালাতে একটি তাশাহ্হুদ যেমন ফজরের ছালাত, সে ছালাতের শেষ বৈঠকে বসা নিয়ে মুহাদ্দিছগণের মাঝে দুই ধরনের মত দেখা যায়। ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ)-এর নিকটে এক তাশাহ্হুদ বিশিষ্ট ছালাতে পায়ের উপর বসেত হবে। তবে দুই তাশাহ্হুদ বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হবে। শায়খ আলবানীও তাই বলেছেন। উক্ত ছালাত ফরয হোক কিংবা নফল হোক (বিস্তারিত দ্র : মির‘আতুল মাফাতীহ, হা/৮০৭, ৩য় খণ্ড, পৃ. ৬৮; ইবনু বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৩য় খণ্ড, পৃ. ২৯৩; উছায়মীন, মাজমূ‘ঊল ফাতাওয়া ওয়া রাসাইল, ১৩ তম খণ্ড, পৃ. ১৬৯; ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৪ এবং ৭ম খণ্ড, পৃ. ১৫)। আর ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেছেন, অন্যান্য ছালাতের শেষ বৈঠকের ন্যায় ফজর ছালাতের শেষ বৈঠকেও নিতম্বের উপর বসবে (ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৫৬; নাসাঈ, হা/৮৮৯ ও হা/১২৬৮; আবূ দাঊদ, হা/৯৬৪; মির‘আতুল মাফাতীহ, হা/৮০৭, ৩য় খণ্ড, পৃ. ৬৮)। উল্লেখ্য, যে সকল ছালাতে দু’টি তাশাহহুদ আছে তার শেষ বৈঠকে বসার সময় ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে নিতম্বের উপরে বসতে হবে এবং ডান পা খাড়া রাখতে হবে ও আঙ্গুলগুলো ক্বিবলামুখী করে রাখতে হবে (ছহীহ বুখারী, হা/৮২৮, ১ম খণ্ড, পৃ. ১১৪, (ইফাবা হা/৭৯০, ২/১৪৪ পৃ.); মিশকাত, হা/৭৯২; বঙ্গানুবাদ মিশকাত, হা/৭৩৬, ২/২৫২ পৃ.)। যেমন মাগরিব, এশা, যোহর ও আছর ছালাত।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button