সালাত / নামায
প্রশ্ন : আযানের উত্তর দেওয়ার বিধান কি? এসময় গাড়ির হর্ণ দেওয়া বা মাইকে বক্তব্য দেওয়া জায়েয হবে কি?
উত্তর : আযানের জওয়াব দেওয়া মুস্তাহাব (ইবনু কুদামাহ, মুগনী ১/৩০৯; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/১৯৬; আলবানী, তামামুল মিন্নাহ ৩৪০ পৃ.)।
এ সময়ে মাইক বাজানো বা বক্তব্য দেওয়া থেকে বিরত থেকে আযানের জওয়াব দেওয়া উত্তম (সামারকান্দী, তোহফাতুল ফুকাহা ১/১১৭)।
তবে একই ওয়াক্তে একাধিকবার আযান হ’লে একটি আযানের জওয়াব দিলেই ফযীলত
অর্জিত হবে।
রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি অন্তরের দৃঢ় প্রত্যয়ের সাথে আযানের জওয়াব দিবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে (নাসাঈ হা/৬৭৪; মিশকাত হা/৬৭৬; ছহীহুত তারগীব হা/২৪৬)।
অতএব অতীব ফযীলতপূর্ণ হওয়ায় আযানের জওয়াব দান করা প্রত্যেক মুসলিমের জন্য
কর্তব্য। আর গাড়িতে হর্ণ বাজানো ইত্যাদি বিষয় প্রয়োজনে করা যাবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।