সালাত / নামায
প্রশ্ন : ইক্বামতের সময় ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’ বলার পর ‘আল্লাহু আকবার’ একবার বলার ব্যাপারে কোন দলীল আছে কি?
উত্তর : এর পক্ষে কোন দলীল নেই। বরং রাসূল (ছাঃ) ইক্বামতের যে বাক্যগুলি শিক্ষা দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে ‘আল্লাহু আকবার’-কে দু’বার উল্লেখ করা হয়েছে (আবুদাঊদ হা/৪৯৯; ইবনু মাজাহ হা/৭০৯; ইরওয়া হা/২৪৬)।
কেউ কেউ হাদীছে বর্ণিত ‘ইক্বামত একবার একবার’ (নাসাঈ হা/৬২৮) দ্বারা উক্ত বাক্যটি একবার বলার ব্যাপারে মতামত দিয়েছেন, যা আমলযোগ্য নয়। কেননা এখানে দু’বার আল্লা-হু আকবার-কে একটি জোড়া হিসাবে ‘একবার’ (মার্রাতান) গণ্য করা হয়েছে। যা আবুদাঊদের হাদীছ দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় (নায়লুল আওত্বার, ‘আযানের বিবরণ’ অনুচ্ছেদ, ২/১০৬)।
সূত্র: মাসিক আত-তাহরীক।