সালাত / নামায
প্রশ্ন : আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে দো‘আ করার বিশেষ কোন ফযীলত আছে কি?
উত্তর : আছে। রাসূল (ছাঃ) বলেছেন, আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দো‘আ ফেরত দেয়া হয় না। অতএব তোমরা এসময় দো‘আ কর (আহমাদ হা/১২৬০৬; তিরমিযী হা/২১২; মিশকাত হা/৬৭১)।
তিনি বলেন, যখন ছালাতের আযান দেওয়া হয়, তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দো‘আ কবূল করা হয়’ (মু‘জামুল আওসাত্ব হা/৯১৯৫; ছহীহাহ হা/১৪১৩)।
অত্র হাদীছ সাধারণভাবে আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে দো‘আ কবুল হওয়ার প্রমাণ বহন করে। অতএব এসময় আযানের দো‘আসহ অন্যান্য দো‘আ পাঠ করা যাবে (শাওকানী, নায়লুল আওত্বার হা/৫০৭-এর আলোচনা দ্রঃ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।