সালাত / নামায

প্রশ্নঃ নামাযের মধ্যে কোন সময়ে শাহাদাঁঁত আঙ্গুল উঠাতে হয় এবংং কতক্ষন রাখতে হয়?

উত্তরঃ তাশাহুদে বসে ইশারা বা নাড়ানোর প্রচলিত ভুল পদ্ধতি
আমরা কি রাসুল (সাঃ) এর মত করে স্বলাতে তাশাহুদে আংগুল নারাচ্ছি নাকি ভুল ভাবে কাউকে অন্ধঅনুসরন করছি, চলুন যেনে নেই
কিরুপ ছিলো আংগুল নাড়ানোর সঠিক পদ্ধতি।
আমাদের দেশে সলাত বৈঠকে অর্থাৎ ‘তাশহদ’ পড়ার সময় ‘আশহাদু আল্লা ইলাহা’ বলার সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল উঠিয়ে আবার ইল্লাল্লাহু বলে টুপ করে নামিয়ে ফেলা হয়।

এরূপ করার কথা কোন হাদীসেই বলা হয়নি।

সঠিক পদ্ধতি

#রাসুল (সাঃ) এর মনিমুক্তা

♣রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পদ্ধতিঃ

তাশহ্হুদ বা আত্তাহিয়্যাতু পড়া শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত উক্ত আঙ্গুল উঠিয়ে রাখতে হবে এবং নাড়াতে হবে।

নাবী (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) বাম হাতের তালু বাম হাঁটুর উপর বিছিয়ে দিতেন,

আর ডান হাতের সবগুলো আঙ্গুল মুষ্টিবদ্ধ করে তর্জনী দ্বারা কিবলার দিকে ইঙ্গিত করতেন এবং সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতেন।’

♣ (সহীহ মুসলিম-১৬২ পৃঃ

♣ আবু দাউদ-১৪২ পৃঃ,

♣ নাসাঈ-১৮৭ পৃঃ,

♣ মিশকাত-৮৫ পৃঃ,

♣ ইসলামিয়াত-বি,এ হাদীস পর্ব ১৯১, ১৯২ পৃঃ)
========================

♣ হে আল্লাহ তোমি আমাদের সঠিক পদ্ধতিগত ভাবে আমল করার তৌফীক দান করো।

( আমিন)

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button