কুরআন ও কুরআনের জ্ঞানসমূহ

প্রশ্ন: কুরআন পুরাতন হওয়ায় অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে। এখন করণীয় কী?

উত্তর : বর্তমানে কাগজে লিখা কুরআনের যে কপি পাওয়া যায় তা মানুষই তৈরি করে। তাই তা পুরাতনও হবে এবং তা ছিঁড়েও যাবে। এক্ষেত্রে করণীয় হল- ঠিক করে নেয়া বা ছিঁড়ে যাওয়া পৃষ্ঠাগুলো পুনরায় জোড়া দেয়া। সম্ভব না হলে করণীয় হল- ছিঁড়ে যাওয়া পৃষ্ঠাগুলো এক জায়গা করে পুড়িয়ে দেয়া। যেমন ওছমান (রাযিয়াল্লাহু আনহু) সর্বশেষ কুরাইশী ভাষায় লিখিত কপি ছাড়া অন্য কপিগুলো পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছিলেন (ছহীহুল বুখারী, হা/৪৯৮৭)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button