পবিত্রতা

প্রশ্ন: ওযূ অবস্থায় নেশাদার দ্রব্য পানকারীর সাথে মুছাফাহা করলে ওযূ নষ্ট হবে কি কিংবা ঐ ওযূ দিয়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : মদ অপবিত্র। সুতরাং মদ পানকারীর হাতে মুছাফাহা করলে হাতে নোংরা ও অপবিত্রতা লেগে যায়। যা পোশাক ও শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় ছালাতে প্রবেশের পূর্বে কাপড় ও শরীর থেকে অপবিত্রতা দূর করে নেয়া আবশ্যক। তবে ওযূর কোন সমস্যা হবে না (ফাতাওয়া আশ-শাবকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-৩৭৫৯১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button