পবিত্রতা

প্রশ্ন: তায়াম্মুমের সঠিক পদ্ধতি কী?

উত্তর : মুছল্লী পবিত্র হওয়ার নিয়ত করে (ছহীহ বুখারী, হা/১; মিশকাত, হা/১) ‘বিসমিল্লাহ’ (তিরমিযী, হা/২৫; মিশকাত, হা/৪০২) বলে মাটিতে দুই হাত একবার মারবে। অতঃপর ফুঁক দিয়ে ঝেড়ে ফেলে প্রথমে মুখমণ্ডল তারপর দুই হাত একবার কব্জি পর্যন্ত মাসাহ করবে (ছহীহ বুখারী, হা/৩৩৮; মিশকাত, হা/৫২৮)।

আবূ দাঊদে দুইবার হাত মারা ও পুরো হাত বগল পর্যন্ত মাসাহ করা সংক্রান্ত যে হাদীছ বর্ণিত হয়েছে, তার সনদ বিশুদ্ধ হলেও সেগুলো মূলত কতিপয় ছাহাবীর ঘটনা মাত্র, যা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে শিক্ষা দেয়ার আগে ঘটেছিল (আবূ দাঊদ, হা/৩১৮; মিশকাত, হা/৫৩৬)। অতঃপর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তায়াম্মুমের উক্ত পদ্ধতি শিক্ষা দেন।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button