পবিত্রতা
প্রশ্ন: শীতের কারণে অনেক সময় ওযূ অবস্থায় লেপের মধ্যে অবস্থান করি। লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি?
উত্তর : না। কারণ যেসব কারণে ওযূ নষ্ট হয় হাঁটুর উপর কাপড় উঠে যাওয়া তার অন্তর্ভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/৩০৩, ৩৬২; মিশকাত, হা/৩০২ ও ৩০৬)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।