পবিত্রতা

প্রশ্ন: অনেক জায়গায় টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছনে করে তৈরি করা আছে। অথচ ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। এ ধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি?

উত্তর : খোলা জায়গায় ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। তবে চারিদিকে ঘেরা থাকলে কোন অসুবিধা নেই। মারওয়ান আল-আছফার (রাহিমাহুল্লাহ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে ক্বিবলার দিকে উট বসিয়ে ক্বিবলামুখী হয়ে বসে পেশাব করতে দেখলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আব্দুর রহমান! কিবলামুখী হয়ে পেশাব-পায়খানা করতে কি নিষেধ নেই? তিনি বললেন, হ্যাঁ। তবে এ নিষেধাজ্ঞা ফাঁকা জায়গার জন্য প্রযোজ্য। যদি তোমার ও ক্বিবলার মধ্যে কোন বস্তু দ্বারা আড়াল করা হয়, তবে কোন অসুবিধা নেই’ (আবূ দাঊদ হা/১১, সনদ হাসান)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا فَرَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلًا بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ ‘আমি হাফছার বাড়ীর ছাদে কোন কারণে উঠেছিলাম। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ক্বিবলা বায়তুল মাক্বদিসের দিকে পিঠ করে দু’টি ইটের উপর হাজত সারতে দেখলাম’ (ছহীহ বুখারী, হা/১৪৮, ৩১০২; মিশকাত, হা/৩৩৫)। সুতরাং চারিদিক ঘেরা টয়লেট ব্যবহার করা যাবে।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button