সালাত / নামায

প্রশ্নঃ বিতর নামায এশা নামাযে না পড়ে তাহাজ্জুদ নামাযের আগে পড়া যাবে কী?

উত্তরঃ রাত্রের সর্বশেষ নামায হল বিতরের নামায। বিতরের পর আর কোন নামায নেই। কেউ যদি নিশ্চিত থাকে যে শেষরাতে ঘুমথেকে উঠতে পারবে তাহলে সে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর বিতর আদায় করবে এবং এটাই উত্তম । আর যদি কারও শেষ রাত্রে ঘুমথেকে উঠতে না পারার সম্ভাবনা থাকে তাহলে সে এশার পর বিত্‌র পড়ে নেবে অতঃপর শেষ রাত্রে উঠতে সক্ষম হলে, সে তাহাজ্জুদ পড়বে কিন্তু আর দ্বিতীয় বার বিত্‌র পড়বে না। কারণ, মহানবী (সাঃ) বলেন, “এক রাতে দুটি বিত্‌র নেই।” (আহমাদ, মুসনাদ, আদ:, তিরমিযী, সুনান, নাসাঈ, সুনান, ইবনে হিব্বান, সহীহ, বায়হাকী, জামে ৭৫৬৭নং) “তোমরা বিত্‌র নামাযকে রাতের শেষ নামায কর।” (বুখারী, মুসলিম, আবূদাঊদ, সুনান, ইর: ৪২২নং

 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button