অন্যান্য

প্রশ্নঃ মসজিদে ছালাতের জন্য অবস্থানের সময় কি কি আদব রক্ষা করা যরূরী?

উত্তরঃ মসজিদে পরিচ্ছন্ন ও উত্তম পোষাক পরিধান করবে (আ‘রাফ ৩১)। ডান পা আগে দিয়ে দো‘আ পাঠ করে মসজিদে প্রবেশ করবে (মুসলিম হা/৭১৩; মিশকাত হা/৭০৩; হাকেম, ছহীহাহ হা/২৪৭৪)।

প্রবেশ করে সময় থাকলে ‘তাহিইয়াতুল মাসজিদ’ দু’রাক‘আত ছালাত আদায় করবে (বুখারী হা/১১৬৩; মিশকাত হা/৭০৪)। অতঃপর নিম্ন স্বরে যিকির-আযকার পাঠ ও নফল ছালাতে রত থাকবে (মুসলিম হা/২৮৫; মিশকাত হা/৪৯২)।

অপ্রয়োজনীয় কথা-বার্তা থেকে বিরত থাকবে (নূর ২৪/৩৬, তাফসীর ইবনু কাছীর সহ)। মসজিদের ক্বিবলামুখী দেওয়ালে থুথু ফেলবে না (মুসলিম হা/২৮৫; মিশকাত হা/৪৯২)।

ছালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করবে না (বুখারী হা/৫০৯; মুসলিম হা/৫০৫; মিশকাত হা/৭৭৭)।

মসজিদের ভিতর ব্যবসা-বাণিজ্য বা হারানো বস্ত্তর সন্ধানে কোন ঘোষণা দিবে না (তিরমিযী হা/১৩২১; ইবনু মাজাহ হা/৭৬৭; মিশকাত হা/৭৩৩) ইত্যাদি

সুত্রঃ fatwabd.com

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button