অন্যান্য

প্রশ্ন: নামায ভঙ্গকারী বিষয় সমূহ কি কি?

উত্তর: নামায ভঙ্গকারী বিষয় সমূহ:

১. যে কোন রোকন বা যে কোন ওয়াজিব বিষয় পরিত্যাগ করলে নামায বাতিল হয়ে যাবে।

২. নামাযের অন্তর্ভুক্ত নয় এরকম অধিক আমল বিনা প্রয়োজনে করলে নামায বাতিল হয়ে যাবে। যেমন বেশী হাঁটা হাঁটি করা,বেশী নাড়া-চাড়া করা, অবশ্য কাতার বরাবর করার জন্য এবং ফাঁকা জায়গা পূরণ করার জন্য নড়াচড়া করা ওয়াজিব।

৩. অট্টহাসি বা সাধারণ ভাবে হাসি দেয়া।

৪. ইচ্ছাকৃত ভাবে সতর ঢাকার স্থান উলঙ্গ করে ফেলা।

৫. ইচ্ছাকৃত ভাবে কথা বলা।

৬. ইচ্ছাকৃত ভাবে পানাহার করা।

৭. ওযু ভঙ্গকারী বিষয় সমূহের যে কোন একটি নামাযের মধ্যে করে ফেলা।

 

(জুবাইল দাওয়াহ সেন্টার এর লেভেল ২ এর ফিকাহ গ্রন্থ থেকে নেয়া)
অনুবাদক: আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মাহবুব বিন আনোয়ার

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ আমি যদিও একজন জেনারেল পড়ুয়া ছাত্র তাই আমার পক্ষে ভুল হওয়া অসম্ভব কিছু না, আমি ইসলামী শরীইয়াহ বিষয়ক জ্ঞান অর্জনের চেষ্টা করছি এবং এর সাথে মানুষ কে রাসুল (সা:) এর হাদিস এবং আমাদের সালফে সালেহীনদের আদর্শের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যদি আমার কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাকে জানাবেন যাতে আমি শুধরে নিতে পারি।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button