অন্যান্য
প্রশ্ন: নামায ভঙ্গকারী বিষয় সমূহ কি কি?
উত্তর: নামায ভঙ্গকারী বিষয় সমূহ:
১. যে কোন রোকন বা যে কোন ওয়াজিব বিষয় পরিত্যাগ করলে নামায বাতিল হয়ে যাবে।
২. নামাযের অন্তর্ভুক্ত নয় এরকম অধিক আমল বিনা প্রয়োজনে করলে নামায বাতিল হয়ে যাবে। যেমন বেশী হাঁটা হাঁটি করা,বেশী নাড়া-চাড়া করা, অবশ্য কাতার বরাবর করার জন্য এবং ফাঁকা জায়গা পূরণ করার জন্য নড়াচড়া করা ওয়াজিব।
৩. অট্টহাসি বা সাধারণ ভাবে হাসি দেয়া।
৪. ইচ্ছাকৃত ভাবে সতর ঢাকার স্থান উলঙ্গ করে ফেলা।
৫. ইচ্ছাকৃত ভাবে কথা বলা।
৬. ইচ্ছাকৃত ভাবে পানাহার করা।
৭. ওযু ভঙ্গকারী বিষয় সমূহের যে কোন একটি নামাযের মধ্যে করে ফেলা।
(জুবাইল দাওয়াহ সেন্টার এর লেভেল ২ এর ফিকাহ গ্রন্থ থেকে নেয়া)
অনুবাদক: আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল