অন্যান্য
প্রশ্ন : নারীরা নিজ গৃহের কাজ নিজ হাতে সম্পন্ন করলে তাতেই তারা জিহাদের সমতুল্য নেকী পাবে মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ?
উত্তর : নারীরা বাড়িতে স্বামীর খেদমতের সাথে গৃহস্থালীর কাজগুলো করলে সে জিহাদের
সমপরিমাণ ছওয়াব পাবে বলে ‘হাসান’ পর্যায়ের একটি হাদীছ বর্ণিত হয়েছে (ইবনু আবীদ-দুনিয়া, আন-নাফাকাতু আলাল ইয়াল হা/৫২৮; মেদারাতুন নাস হা/১৭৩; আমালী ইবনু বুশরান হা/১১, সনদ হাসান, ড. নাজম আব্দুর রহমান খালফ)। তবে একই মর্মে মুসনাদে বাযযারে বর্ণিত হাদীছটির সনদ যঈফ (যঈফাহ হা/৫৩৪০; যঈফুত তারগীব হা/১২১৩)।
সমপরিমাণ ছওয়াব পাবে বলে ‘হাসান’ পর্যায়ের একটি হাদীছ বর্ণিত হয়েছে (ইবনু আবীদ-দুনিয়া, আন-নাফাকাতু আলাল ইয়াল হা/৫২৮; মেদারাতুন নাস হা/১৭৩; আমালী ইবনু বুশরান হা/১১, সনদ হাসান, ড. নাজম আব্দুর রহমান খালফ)। তবে একই মর্মে মুসনাদে বাযযারে বর্ণিত হাদীছটির সনদ যঈফ (যঈফাহ হা/৫৩৪০; যঈফুত তারগীব হা/১২১৩)।
এছাড়াও হজ্জ ও ওমরা পালন করাকেও নারীদের জন্য জিহাদের সমতুল্য ইবাদত হিসাবে হাদীছে বর্ণিত হয়েছে (ইবনু মাজাহ হা/২৯০১; মিশকাত হা/২৫৩৪; ছহীহুত তারগীব হা/১০৯৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।