অন্যান্য
প্রশ্ন : আমি ইটভাটায় কাঁচা ইট সাজানোর কাজ করি। এক এক ভাগে ইট ধরে ১৮৮০০। কিন্তু আমাদের যারা হেড তারা ম্যানেজার ও কোম্পানীকে ধোঁকা দিয়ে ২০ হাযার ইটের টাকা নেয়। এই টাকার ভাগ আমিও পাই। বিগত বছরেও এরকম টাকা আমি নিয়েছি। এখন আমি অনুতপ্ত। কিভাবে এই অপরাধ থেকে মুক্ত হ’তে পারি?
উত্তর : এটি সুস্পষ্ট প্রতারণা ও মিথ্যার শামিল, যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক।
কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে প্রতারণার আশ্রয় নেয়, সে আমারনদলভুক্ত নয়’ (মুসলিম হা/১০২; মিশকাত হা/২৮৬০)।
এক্ষণে করণীয় হ’ল, যে কয় বছরে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তা যথাযথভাবে হিসাব করে মালিককে ফেরত দিতে হবে। সাথে সাথে আল্লাহর নিকট খালেছ নিয়তে তওবা করবে (নববী, রওযাতুত তালেবীন ১১/২৪৫-৪৬; ফাৎহুল বারী ১১/১০৪; মুগনী ১৪/১৯৩)।
আর সেটাও সম্ভব না হ’লে ভবিষ্যতে এমন কাজ থেকে তওবা করবে এবং গৃহীত অর্থের সমপরিমাণ ছাদাক্বা করবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।