অন্যান্য
প্রশ্ন : রাতে গাছের ফল নামানোয় শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি?
উত্তর : সাধারণভাবে রাতে গাছের ফল নামানো সমীচীন নয়।
হুসাইন (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ)
রাতে গাছ থেকে খেজুর আহরণ করতে এবং রাতে ক্ষেত থেকে ফসল কাটতে নিষেধ
করেছেন’।
জা‘ফর ইবনু মুহাম্মাদ বলেন, আমার মনে হয় ফক্বীর-মিসকীনদের দেওয়ার ভয়ে (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৭৩০২; ছহীহাহ হা/২৩৯৩; ছহীহুল জামে‘ হা/৬৮৭২)।
অর্থাৎ দিনের বেলায় ফসল কাটলে ফক্বীর-মিসকীনরা আসবে এবং তাদের দিতে হবে সেই ভয়ে রাতে ফসল ও খেজুর সংগ্রহ করা থেকে নিষেধ করা হয়েছে।
সূত্র: মাসিক আত-তাহরীক।