অন্যান্য
প্রশ্ন : গৃহপালিত পশু মারা গেলে কবর দিয়ে আসতে হবে না কোন নির্জন স্থানে ফেলে দিয়ে আসতে হবে?
উত্তর : গৃহপলিত পশু মারা গেলে পশুটি মাটিতে পুঁতে দেওয়াই উচিত (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ৮/৪৪৪-৪৪৫)।
স্মর্তব্য যে, মৃত পশুর চামড়া আলাদা করে তা দ্বারা উপকার গ্রহণ করা যায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।