অন্যান্য

প্রশ্ন : কবর থেকে বরকত গ্রহণ করা যদি শিরক হয়, তাহ’লে ইমাম বুখারী রাসূল (ছাঃ)-এর কবরের পাশে বসে বুখারীর তরজমাতুল বাব রচনার কারণ কি?

 

উত্তর : ইমাম বুখারী (রহঃ) ছহীহ বুখারীর তরজমাতুল বাব রচনার সময় রাসূল (ছাঃ)-এর কবরের দ্বারা বরকত গ্রহণ করেছেন ইমাম বুখারী একথা বলেননি। বরং তিনি রাসূল (ছাঃ)-এর কবর এবং তাঁর মিম্বারের মাঝে মসজিদে বসে তরজমাতুল বাব রচনা করেছিলেন এবং প্রতিটি তরজমাতুল বাব রচনার পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় করেছিলেন (ফাৎহুল বারী ১/৪৮৯; নববী, তাহযীবুল আসমা ওয়াল লুগাত ১/১০১)। হাদীছে রাসূল (ছাঃ)-এর বাসগৃহ এবং তাঁর মিম্বরের মাঝের স্থানটিকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বলে অভিহিত করা হয়েছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৯৪)। তাই তিনি সেই জান্নাতের বাগিচায় বসে ছহীহ বুখারীর তরজমাতুল বাব রচনা করেছেন এবং তা কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট দু’রাক‘আত ছালাত আদায় করে প্রার্থনা করেছেন। এতে কবর থেকে বরকত হাছিল করা প্রমাণ হয় না।

 

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button