অন্যান্য
প্রশ্ন : বৃক্ষরোপণ করা নেকীর কাজ এবং ছাদাক্বায়ে জারিয়া। এক্ষণে কেউ যদি গাছ কাটাকে পেশা হিসাবে গ্রহণ করে, তবে সে কি গুনাহগার হবে?
উত্তর : বৃক্ষরোপণ করা নেকীর কাজ এবং ছাদাক্বায়ে জারিয়া (বুখারী হা/২৩২০; মুসলিম হা/১৫৫২; মিশকাত হা/১৯০০) হ’লেও প্রয়োজনে তা কর্তন করায় কোন বাধা নেই। (বুখারী হা/২৩২৬)।
কারণ আল্লাহ তা‘আলা সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন (বাক্বারাহ ২/২৯)।
অতএব কাঠ কেটে ফার্ণিচার বানানোর কাজ পেশা হিসাবে নেওয়াতে কোন বাধা নেই। তবে অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে (ইবনু হাজার, ফাৎহুল বারী ৫/৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।