অন্যান্য
প্রশ্ন : আমি একান্নবর্তী পরিবারের সন্তান। বাড়ির সবাই অত্যন্ত মিশুক ও ঘনিষ্ট। আমার স্ত্রীর জন্য সেখানে পুরোপুরি পর্দা বিধান মেনে চলা সম্ভব হয় না। চাচাতো ভাইদের সাথে কথা না বললে বা খাবার পরিবেশন না করলে তারা অসামাজিক বলে। পৃথক বাড়ি করার মত আর্থিক স
উত্তর : পূর্ণ পর্দা ও সর্বোচ্চ সংযম বজায় রেখেই খাবার পরিবেশন ও প্রয়োজনীয় কথা বলবে। আল্লাহ বলেন, তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর (তাগাবুন ৬৪/১৬)।
এক্ষেত্রে এমনভাবে চলতে হবে যেন কখনো কারু সাথে নিরিবিলি হওয়ার সুযোগ
সৃষ্টি না হয়। তাতে গুনাহের সুযোগ সৃষ্টি হ’তে পারে। সাথে সাথে পর্দার শারঈ বিধান সবাইকে বুঝানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাতে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এরপরেও অসম্ভব বিবেচিত হ’লে যেকোন উপায়ে পৃথক বাড়ীতে থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনক্রমেই গুনাহের সাথে আপোষ করা
যাবে না।
সৃষ্টি না হয়। তাতে গুনাহের সুযোগ সৃষ্টি হ’তে পারে। সাথে সাথে পর্দার শারঈ বিধান সবাইকে বুঝানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাতে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এরপরেও অসম্ভব বিবেচিত হ’লে যেকোন উপায়ে পৃথক বাড়ীতে থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনক্রমেই গুনাহের সাথে আপোষ করা
যাবে না।
সূত্র: মাসিক আত-তাহরীক।