অন্যান্য

প্রশ্ন: কুরআন পড়ার আদব গুলো কি কি?

কুরআন পড়ার আদব গুলো কি কি?

প্রশ্ন : ক.অনেকে কুরআন তিলাওয়াতের আগে দরুদ, “রাব্বি জিদনি ইলমা” ইত্যাদি পাঠ করে… এটা কি সুন্নাত?

খ. কুরআন পড়ার আদব গুলো কি কি?

উত্তর :

💠 ক. কুরআন তিলাওয়াতের আগে দুরুদ পড়া বা “রাব্বি যিদনী ইলমা” ইত্যাদি দোয়া পাঠ করা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।

তাই এগুলোকে কুরআন তেলাওয়াত করার পূর্বে নিয়ম বানিয়ে সবসময় পাঠ করা ঠিক নয়।


দুরুদ পড়া ফজিলতপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে জ্ঞান চাওয়ার জন্য ‘রাব্বি যিদনী ইলমা’ “হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও”দোয়াটিও খুব গুরুত্বপূর্ণ।

কিন্তু এগুলোকে কুরআন পড়ার পূর্বে নির্দিষ্ট করার ব্যাপারে যেহেতু কোন হাদিস বর্ণিত হয়নি সেহেতু এগুলোকে নিয়মে পরিণত করা ঠিক নয়;

অন্যথায় তা বিদআত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।


বরং কুরআন পাঠের আগে কী পাঠ করতে হবে তা আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন।

যেমন আল্লাহ তাআলা বলেন:


فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّـهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم


“অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।”

(সূরা আন নাহল: 98)


অর্থাৎ “আউযুবিল্লাহিমিনাশ শায়তানির রাজীম”

(আমি বিতারিত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি) পাঠ করা- এটাই সুন্নত।


সুতরাং কুরআন পাঠ করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

অতঃপর সূরার শুরু থেকে পড়লে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’

(পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) পাঠ করবেন।


আর সূরার মাঝখান থেকে পাঠ করলে বিসমিল্লাহ বলা-না বলা উভয়টাই শরীয়ত সম্মত।

💠 খ. কুরআন মাজীদ পড়ার কতিপয় আদব:


১. আল্লাহ উদ্দেশ্যে ইবাদত মনে করে পড়া।


২. মনস্থির করা এ লক্ষে যে, আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছি।


৩. আয়াত পাঠের সময় তার প্রতি সম্মান দেখানো এবং তাঁর মহত্ব বোঝা।


৪. বিনয়-নম্রতা এবং আয়াতের অর্থ বোঝার চেষ্টা নিয়ে পাঠ করা।


৫. পবিত্র অবস্থায় পাঠ করা।

৬. পবিত্র স্থানে পাঠ করা।


৭. পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা অর্থাৎ আউযুবিল্লাহিমিনাশ শায়তানির রাজীম পাঠ করা।


৮. সম্ভবে কিবলা মূখী হওয়া।


৯. সুন্দর সূরে তাজবীদের প্রতি খেয়াল রেখে পাঠ করা।

১০. হাসি-রসিকতা নিয়ে না পড়া।

উত্তর প্রদানে:
Abdullahil Hadi Bin Abdul Jalil
Daee, Jubail Dawah & guidance center, KSA

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মাহবুব বিন আনোয়ার

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ আমি যদিও একজন জেনারেল পড়ুয়া ছাত্র তাই আমার পক্ষে ভুল হওয়া অসম্ভব কিছু না, আমি ইসলামী শরীইয়াহ বিষয়ক জ্ঞান অর্জনের চেষ্টা করছি এবং এর সাথে মানুষ কে রাসুল (সা:) এর হাদিস এবং আমাদের সালফে সালেহীনদের আদর্শের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যদি আমার কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাকে জানাবেন যাতে আমি শুধরে নিতে পারি।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button