অন্যান্য

প্রশ্নঃ ট্রাফিক আইন মেনে চলা কি জরুরি। বিশেষ করে সিগনালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে, তখনও কি তা মানা জরুরি?

এই আইন সকলের নিরাপত্তার জন্য, এমনকি খোদ চালকেরও নিরাপত্তার জন্য। সুতরাং তা মান্য করা জরুরি। গাড়ি নেই দেখে হঠাৎ এসেও যেতে পারে। সুতরাং নিজের দিকের সিগন্যাল বাতি সবুজ না হওয়া পর্যন্ত পার হওয়া বৈধ নয়। শরিয়তের একটি ব্যাপক নীতি হল,
“কারো জন্য ওপরের কোন প্রকার ক্ষতি করা বৈধ নয়। কোন দুজনের জন্য প্রতিশোধমূলক পরস্পরকে ক্ষতিগ্রস্ত করাও বৈধ নয়।” (আহমাদ, মালেক, ইবনে মাজাহ ২৩৪০, ২৩৪১ নং)

সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button